thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১,  ২৬ রবিউল আউয়াল 1446

একই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী স্বামী-স্ত্রী!

২০২১ অক্টোবর ২৭ ১০:২৯:৩৭
একই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী স্বামী-স্ত্রী!

দ্য রিপোর্ট প্রতিবেদক: দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ।

নির্বাচনে সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত রিপন হোসেনসহ বর্তমান চেয়ারম্যান শেখ মো. সাজেদুল আলম স্বাধীন ও তাঁর স্ত্রী লিলি আক্তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নেমেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তবে স্ত্রী লিলি আক্তার প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে নয়, নির্বাচনী কৌশল হিসেবে স্বামী স্বাধীনকে সহযোগিতা করার জন্য ভোটে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।

উপজেলা রিটার্নিং অফিসার মাহবুব রোমান চৌধুরী এই প্রতিবেদককে বলেন, উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পদে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) শেষ দিনে পাঁচটি ইউনিয়নের ৯ জন চেয়ারম্যান প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এরমধ্যে চারিগ্রাম ইউনিয়নে চারজনের মধ্যে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করলেও ভোটের মাঠে থেকে যান আওয়ামী লীগ প্রার্থী রিপন হোসেনসহ বর্তমান চেয়ারম্যান শেখ সাজেদুল আলম স্বাধীন ও তাঁর স্ত্রী লিলি আক্তার। স্বামী-স্ত্রী দুজনই স্বতন্ত্র প্রার্থী।

শেখ মো. সাজেদুল আলম স্বাধীন পরপর দুইবার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এবার তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রিপন হোসেন।

স্বাধীনের স্ত্রী লিলি আক্তার বলেন, 'স্বামীকে সহযোগিতা করার জন্যই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।' আর স্বাধীন বলেন, 'আমার স্ত্রী লিলি আক্তারকে ব্যাকআপ হিসেবে প্রার্থী করিয়েছি। এটি আমার নির্বাচনী কৌশল। নির্বাচন সুষ্ঠু হলে এবারও বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ।'

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৭ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর