thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

ঐক্যবদ্ধ হয়ে অপশক্তিকে রুখতে হবে: শিক্ষামন্ত্রী

২০২১ অক্টোবর ২৯ ১৪:৩০:০৯
ঐক্যবদ্ধ হয়ে অপশক্তিকে রুখতে হবে: শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নির্বাচনকে সামনে রেখে একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে। ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দিতে হবে।

তিনি বলেন, অশুভ শক্তির মানুষগুলো সংখ্যায় খুব বেশি নয়, কিন্তু তারা সংঘবদ্ধ। আমরা সংঘবদ্ধ নই। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে রুখে দিতে হবে। এ দেশ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। এ দেশে আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকব।

আজ (শুক্রবার, ২৯ অক্টোবর) সকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে হামলা ও সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্তদের অনুদান উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সংসদ সদস্য শ্রী মনোরঞ্জন শীল গোপাল, সংসদ সদস্য একেএম শাহাজান কামাল, সংসদ সদস্য রুবিনা আক্তার মিরা, অতিরিক্ত সচিব মো. মমিন হাসান প্রমুখ।

অনুষ্ঠানে ২৮টি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও দুটি পরিবারকে অনুদান দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৯ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর