thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ফের যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো

২০২১ অক্টোবর ২৯ ১৪:৩৮:০৪
ফের যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো

দ্য রিপোর্ট ডেস্ক: সাতটি ব্যালন ডি’অর জয়ের পাশাপাশি সাত সন্তানের বাবা হতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। এক সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা বলেছিলেন রোনালদো।

মাঠের লড়াইয়ে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন সিআর সেভেন। নিজেকে ভাঙছেন, নতুন করে গড়ছেন।

মাঠের বাইরেও নিজের লক্ষ্যের পথে অটুট ম্যানইউ তারকা। বিশেষ করে পারিবারিক পরিকল্পনায় রোনালদো ও জর্জিনা জুটি ছুটছে। তাদের ঘরে আবার আনন্দের খবর। আবারও যমজ সন্তানের বাবা হতে চলেছেন পর্তুগিজ ফুটবলার।

বৃহস্পতিবার এক ইন্সটাগ্রাম পোস্টে সেই সুসংবাদ দিয়েছেন রোনালদো। পোস্টে রোনালদো লেখেন, আমরা যমজ সন্তানের আশা করছি। ঘোষণাটি দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের হৃদয় ভালোবাসায় ভরপুর। আমরা অনাগত সন্তানদের দেখতে মুখিয়ে আছি।

পোস্টে একটি ছবিও শেয়ার করেছেন রোনালদো। জর্জিনাকে পাশে নিয়ে আলট্রাসনোগ্রামের রিপোর্ট হাতে রেখে হাসিমুখে ছবি তুলেছেন সিআর সেভেন।

এর আগেও যমজ সন্তান জন্ম দিয়েছিলেন রোনালদোর বান্ধবী জর্জিনা। দুজন সেই ২০১৬ সাল থেকে একসঙ্গে আছেন। রোনালদোর মোট চার সন্তান। ১১ বছর বয়সী ছেলে রয়েছে। কিন্তু রোনালদো জুনিয়রের মা কে তা এখনো জানাননি ফুটবলের এই ধ্রুবতারা।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৯ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর