thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

সেলুন উদ্বোধন করলেন বুবলি

২০২১ অক্টোবর ৩১ ১৪:১৩:২৯
সেলুন উদ্বোধন করলেন বুবলি

দ্য রিপোর্ট প্রতিবেদক: পাঁচ বছরের ক্যারিয়ারে কখনোই শোরুম উদ্বোধনে যাননি চিত্রনায়িকা শবনম বুবলি। এবারই প্রথম তিনি একটি শো রুম উদ্বোধন করেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গ্রিন রোডের বিটিআই সেন্ট্রাল গার্ডেনের তৃতীয় তলায়‘আনুশী’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুন নামে একটি অভিজাত বিউটি সেলুনের উদ্বোধন করেন শবনম বুবলি। এ সময় আরো উপস্থিত ছিলেন- চিত্র প্রযোজক টপি খান, আনুশী’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুনের কর্ণধার আফরোজা লাকীসহ অনেকে।

শবনম বুবলি বলেন, একাধিক শোরুম উদ্বোধনের আমন্ত্রণ পেলেও ব্যাটে-বলে না মেলায় উপস্থিত থাকা হয়নি। টপি ভাই যখন আমাকে আমন্ত্রণ জানালেন আর না করতে পারিনি। আমার প্রথম সিনেমা বসগিরির প্রযোজক উনি। শুরুতে একটা টিম হয়ে কাজ করেছিলাম। তখন থেকেই আমাদের ভাই-বোনের মতো আলাদা বন্ডিং তৈরি হয়।

এই বিউটি সেলুনের কর্ণধার একজন নারী উদ্যোক্তা। কোনো নারী যখন স্বাবলম্বী হয়ে ঘরের বাইরে এগিয়ে যান দেখে খুব ভালো লাগে। তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। তার সাফল্যের ধারা বজায় থাকুক।

কর্ণধার আফরোজা লাকী জানান, নারীদের হেয়ার স্পা, কালার, ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, ব্ল্যাকস্পট রিমুভ, নেইল কাটিং, মেস্তা রিমুভসহ যাবতীয় সেবা আধুনিকভাবে দেওয়া হয় আনুশী’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুনে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর