thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

সুশান্তের শোক কাটিয়ে বিয়ে করছেন সাবেক প্রেমিকা

২০২১ নভেম্বর ০১ ১৭:৫৮:২৩
সুশান্তের শোক কাটিয়ে বিয়ে করছেন সাবেক প্রেমিকা

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে। এই অভিনেতার মৃত্যুর কয়েক বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

চলতি বছরের শেষে বিয়ে করতে যাচ্ছেন সুশান্তের এই প্রাক্তন প্রেমিকা। দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনর সঙ্গে ডিসেম্বরে অঙ্কিতা ঘর বাঁধছেন বলে খবর।

সুশান্তের মৃত্যুর পর সামাজিক মাধ্যমে নানা পোস্টে অঙ্কিতা বার বার ফিরে গিয়েছিলেন তার স্মৃতি চারণায়। ঠিক ওই সময় অঙ্কিতা পাশে পেয়েছিলেন তার বর্তমান প্রেমিক ভিকিকে। তাকে আগলে ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করেছেন এই অভিনেত্রী।

গুঞ্জন রয়েছে, আগামী ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর জমকালো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কিতা ও ভিকি। ইতোমধ্যে নাকি তৈরি হয়েছে অতিথিদের তালিকা। ২০০৯ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিসতা’তে দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত এবং অঙ্কিতা লোখাণ্ডে। অর্চনা এবং মানব চরিত্রে অভিনয় করেছেন দু’জনে। সেখান থেকেই তাদের সম্পর্ক শুরু এবং লম্বা সময় ধরে তারা প্রেম করেন।

২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর