thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বুর্জ খলিফায় ‌‘উই লাভ ইউ’ লিখে শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা

২০২১ নভেম্বর ০৩ ২১:৩০:৫৯
বুর্জ খলিফায় ‌‘উই লাভ ইউ’ লিখে শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা

দ্য রিপোর্ট ডেস্ক: বড় ছেলে আরিয়ানের গ্রেফতার নিয়ে প্রায় এক মাস হয়রানির মধ্যে ছিলেন শাহরুখ খান। ছেলে ঘরে ফিরলেও সবকিছু স্বাভাবিক হতে নিশ্চয়ই আরও সময় লাগবে। এরইমধ্যে চলে এসেছে শাহরুখের জন্মদিন।

শাহরুখের মন খারাপ, কিন্তু ভক্তরা তা মানবেন কেন? ভিড় জমিয়েছেন শাহরুখের মুম্বাইয়ের বাড়ি মান্নাতের সামনে। বিদেশেও পালিত হচ্ছে শাহরুখের জন্মদিন। বুর্জ খলিফাতেও ভেসে উঠলো শাহরুখের প্রতি ভালোবাসার বার্তা। ফুটিয়ে তোলা হয়েছে শাহরুখের ছবিও। সঙ্গে লেখা ছিল ‘উই লাভ ইউ’।

বলিউডে শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মীরাও। আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই শুটিং বন্ধ করে দেন শাহরুখ। এখনো তিনি কাজে ফেরেননি। ভক্তদের আশা, ব্যক্তিজীবনের তীক্ততা মুছে ফেলে আবারও চিরচেনা রূপে দেখা যাবে বলিউডের বাদশাহকে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর