thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

সংশোধিত দুদক আইন নিয়ে দাতাদের উদ্বেগ

২০১৩ নভেম্বর ১১ ১৯:৪১:৪৮
সংশোধিত দুদক আইন নিয়ে দাতাদের উদ্বেগ

দিরিপোর্ট২৪প্রতিবেদক : সংশোধিত দুদক আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দাতারা। রবিবার জাতীয় সংসদে পাস হয় এই আইনের সংশোধনী।এতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দুদক মামলা করতে গেলে সরকারের পূর্ব অনুমতি নিতে হবে। পূর্ব অনুমতির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন দাতারা।

স্থানীয় পরামর্শক গ্রুপের (এলসিজি) সোমবারের বৈঠকে এ উদ্বেগের কথা জানিয়েছেন তারা। বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দাতাদের এই উদ্বেগের কথা জানান। এ সময় অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার প্রায় সবগুলো পূরণ হয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, নির্বাচনের ৪৫ দিন আগে সর্বদলীয় সরকার গঠিত হবে।

রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কো-চেয়ারের দায়িত্ব পালন করেছেন ইআরডির সচিব আবুল কালাম আজাদ ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নেলওয়াকার।

(দিরিপোর্ট২৪/জেজেড/আইজেকে/এমডি/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর