thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যথাযথ নিয়ম অনুযায়ীই ফাঁসি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০২১ নভেম্বর ০৪ ১৫:৪২:৫০
যথাযথ নিয়ম অনুযায়ীই ফাঁসি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: চুয়াডাঙ্গায় হত্যা মামলায় দুই আসামির আপিল শুনানির আগে তাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যথাযথ নিয়ম অনুযায়ীই ফাঁসি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এখানে আমাদের কাছে কোনো আপিলের যদি খবর থাকত তাহলে নিশ্চয়ই সেটার একটা ব্যবস্থা হত। যেটুকু আমরা দেখেছি, একদম যথাযোগ্য নিয়ম অনুযায়ীই হয়েছে। প্রত্যেকটা স্টেপের পরে যে আরেকটা স্টেপ, সেটাই আসছে।

আমাদের জানামতে কোনো আপিল তার নামে পেন্ডিং ছিল বলে কারা কর্তৃপক্ষ কিংবা আমাদের কাছে জানা ছিল না, জানা নেই, বলেন মন্ত্রী।

তাহলে ঝামেলা কোথায় হয়েছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমরা বলতে পারব না।’ যথাযথ নিয়মের মধ্যে ফাঁসি দেওয়া হয়েছে বলে এ সময় পুনরায় দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আপিল নিষ্পত্তির আগেই চুয়াডাঙ্গার মনোয়ার হত্যা মামলার দুই আসামি মকিম ও ঝড়ুর ফাঁসি কার্যকরের অভিযোগ উঠেছে। ৪ বছর আগে কার্যকর হওয়া ওই ২ জনের আপিল বুধবার (৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় ১১ নম্বর ক্রমিকে ছিল। তবে শুনানি হয়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর