thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জিতেও বিদায় লঙ্কানদের, সঙ্গে ক্যারিবিয়ানরাও

২০২১ নভেম্বর ০৫ ১০:৪৬:৫২
জিতেও বিদায় লঙ্কানদের, সঙ্গে ক্যারিবিয়ানরাও

দ্য রিপোর্ট ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পাহাড়সম টার্গেট সামনে নিয়েই মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। হারলেই আসর থেকে ছিটকে যেতে হবে— এমন সমীকরণে বৃহস্পতিবার খেলতে নেমেছিল ক্যারিবিয়ানরা। ম্যাচ শেষে হলও তাই। শেষ মুহূর্তে হেটমায়ার টর্নেডো চালালেও জেতাতে পারেননি দলকে। তার ঝড়ে কেবল পরাজয়ের ব্যবধানই কমেছে। সেই সঙ্গে শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হল গতবারের চ্যাম্পিয়নদের।

ওদিকে দুর্দান্ত জয়েও সেমিফাইনালে যেতে পারলো না লঙ্কানরা। কারণ, গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলে ফেলেছে তারা। জিতেছে কেবল দুটিতে। ৪ পয়েন্ট নিয়ে সেমিতে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে তাদেরও।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) শুরুতে ব্যাট করে ক্যারিবীয়দের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা।

জয়ের জন্য ১৯০ রান করতে হবে উইন্ডিজকে। শেষ পর্যন্ত হেটমায়ার ঝড়ে ১৬৯ রান পর্যন্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে ২০ রানেই পরাজয় বরণ করে ক্যারিবীয়রা।

এদিন আবুধাবিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় লঙ্কানরা। দলীয় ৪২ রানের মাথায় প্রথম উইকেট হিসেবে আন্দ্রে রাসেলের হাতে ধরা পড়েন অভিজ্ঞ কুশল পেরেরা। তবে ফেরার আগে আসরে ব্যাট হাতে ব্যর্থ থাকা এই লঙ্কান করেন ২১ বলে ২৯ রান।

কুশল ফেরার পর ওপেনার পাথুম নিশাকা ও চারিথ আসালাঙ্কা গড়েন ৯১ রানের জুটি। ৪১ বলে ৫ চারে ফিফটি করে ব্রাভোর বলে ফেরেন নিশাঙ্কা। আর শেষে ফেরার আগে আসালাঙ্কা ৪১ বলে করেন ৬৮ রান। শেষের দিকে দ্রুত রান তুলেন অধিনায়ক দাসুন শানাকা ও চারিথ আসালাঙ্কা। আসালাঙ্কা ফিফটির পর রাসেলের বলে ফিরলেও শেষ পর্যন্ত ১৪ বলে ২ চার ১ ছয়ে ২৫ রানে অপরাজিত থাকেন শানাকা।

ক্যারিবিয়ানদের বোলিং ব্যর্থতার দিনে অবশ্য দারুণ ছিলেন অ্যান্ড্রে রাসেল। নিজের কোটার সব ওভার শেষে ৩৩ রানে তিনি নিয়েছেন দুটি উইকেট। দলে সবচেয়ে খরুচে বোলার ছিলেন ডুয়াইন ব্রাভো। চার ওভারে এই মিডিয়াম পেসার দিয়েছেন ১০.৪৫ গড়ে ৪২ রান।

জবাবে হাসারাঙ্গা-করুণারত্নের তোপে পড়েন ক্যারিবিয়ানরা। বড় টার্গেটে খেলতে নেমে এদিনও নিজের নামের বিচার করতে পারেননি ক্রিস গেইল। ফেরার আগে ইউনিভার্স খ্যাত এই হার্ডহিটার ৫ বলে করেন মাত্র ১ রান। বেশি সময় থাকতে পারেননি রোস্টন চেজ, এভিন লুইসরা।

শুরু থেকেই রান রেটে পিছিয়ে থাকা দলকে মাঝের দিকে জয়ের আশা দেখিয়েছিলেন হেটমোয়ার ও নিকোলাস পুরান। কিন্তু ৩৪ বলে ৪৬ রান করা পুরানকে চামিরা ফিরিয়ে দেন। পরে আবারও ব্যাটিং ব্যর্থতায় পরে ক্যারিবিয়ানরা। কোনো রান করতে পারেননি কাইরন পোলার্ড।

তবে শেষের দিকে একপাশ আগলে রেখে ফিফটি করেন শিমরোন হেটমোয়ার। কিন্তু তাতে শুধু হারের ব্যবধানই কমে। ৫৪ বলে ৮ চার ৪ ছয়ে ৮১ রানে অপরাজিত থাকেন শিমরোন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর