thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিকেল ৫টায় দেশে ফিরছে টাইগারবাহিনী

২০২১ নভেম্বর ০৫ ১৫:৩৮:৩২
বিকেল ৫টায় দেশে ফিরছে টাইগারবাহিনী

দ্য রিপোর্ট ডেস্ক: ব্যর্থতায় মোড়ানো এক বিশ্বকাপ শেষে আজ ঢাকায় ফিরছেন ক্রিকেটাররা। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, আর তাসকিন আহমেদ ছুটি কাটিয়ে ফিরবেন ১১ নভেম্বর।

তবে টাইগাররা সবাই একসাথে ফিরছেন না। দুই ভাগে ভাগ হয়ে আসছেন ক্রিকেটাররা। বিকেল ৫টা আর রাত ১১টায় দুটি আলাদা ফ্লাইটে দুবাই থেকে ঢাকা ফিরবেন নাসুম-শরিফুলরা। ইনজুরিতে ছিটকে যাওয়া সাকিব আছেন যুক্তরাষ্ট্রে।

সবার আগে ঢাকায় ফিরেছেন চোটাক্রান্ত সাইফউদ্দিন। বিশ্বকাপ শেষেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ বাকি কোচিং স্টাফরা ফিরছেন নিজ নিজ দেশে।

প্রসঙ্গত, মূলপর্বে কোন ম্যাচ না জিতলেও একেবারে খালি হাতে ফিরতে হচ্ছে না বাংলাদেশকে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বাছাইপর্বে জেতা প্রত্যেকটি দল পাবে ৪০ হাজার ডলার করে। সেই হিসেবে দুই ম্যাচ জেতায় ৮০ হাজার ডলার পাবে বাংলাদেশ। আর সুপার টুয়েলভে খেলার জন্য ৭০ হাজার ইউএস ডলার, অর্থাৎ মোট ১ লক্ষ ৫০ হাজার ইউএস ডলার পাচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর