thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

এনসিবি দপ্তরে শাহরুখপুত্র

২০২১ নভেম্বর ০৬ ১০:০৩:৩৪
এনসিবি দপ্তরে শাহরুখপুত্র

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের কেন্দ্রীয় মাদক বিরোধী সংস্থার (এনসিবি) দপ্তরে হাজিরা দিতে গেছেন শাহরুখপুত্র আরিয়ান খান।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে সেখানে পৌঁছান শাহরুখপুত্র। একটি সাদা রঙের রেঞ্জ রোভারে দপ্তরে পৌঁছান আরিয়ান। সঙ্গে ছিলেন আইনজীবী সতীশ মানশিণ্ডে।

২৬ দিন হাজতবাসের পর ৩০ অক্টোবর জামিন পেয়েছেন বলিউড বাদশাহর ছেলে। বাড়ি ফিরেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেননি। ২৩ বছর বয়সি তারকা-সন্তানকে আদালতের বেশ কিছু নির্দেশ মেনে চলতে হবে।

আরিয়ানের জামিনের শর্ত ছিল- সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে আরিয়ানকে এনসিবি’র দপ্তরে হাজিরা দিতে হবে। সেই নিয়ম মেনেই শুক্রবার এনসিবি’র দপ্তরে পৌঁছান তিনি।

হাজতের বন্দিদশা কেটেছে বটে। কিন্তু ঘিরে রয়েছে নিয়মকানুনের বেড়াজাল। এখন বেশ কিছু দিন ‘মন্নত’-এর বাইরে পা রাখবেন না তারকাপুত্র। এমনই জানিয়েছিলেন শাহরুখের সহকারী পূজা দাদলানি।

তবে জানা গেছে, শাহরুখের জন্মদিনে পরিবারের সঙ্গে আলিবাগে গিয়েছিলেন আরিয়ান। সেখানেই মা-বাবার সঙ্গে সময় কাটান তিনি। তবে এনসিবি দপ্তরে হাজিরা দেওয়ার তাগিদে ফের শহরে ফিরে এসেছেন শাহরুখপুত্র।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর