thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১,  ২৬ রবিউল আউয়াল 1446

৩য় দিনেও গণপরিবহন বন্ধ

২০২১ নভেম্বর ০৭ ০৯:৪৭:০০
৩য় দিনেও গণপরিবহন বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গত শুক্রবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে রোববার (৭ নভেম্বর) তৃতীয় দিনের মতো কুমিল্লার সব বাস ও ট্রাক চলাচল বন্ধ রেখেছে কুমিল্লা জেলা পরিবহন মালিক সমিতি। এতে চরম দুর্ভোগে রয়েছেন যাত্রীরা। অনেকে জরুরি কাজে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যেতে না পেরে বাসটার্মিনাল থেকে ফিরে গেছেন। যাত্রীদের দাবি, দ্রুত যেন বাস সার্ভিস চালু করা হয়।

কুমিল্লার তিনটি বাসটার্মিনাল থেকে চারটি রুটে ২৬টি পরিবহনের প্রায় ২ হাজার বাস কুমিল্লা থেকে অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ রাখা হয়েছে।

কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ জানিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিবহন চলাচল বন্ধের ঘোষণা না থাকলেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহনের মালিক সড়কে বাস নামাতে চাচ্ছে না। সড়কে বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। বাড়তি তেলের দাম দিয়ে বাস চালাতে গিয়ে মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

করোনাকালে পরিবহন মালিকরা এমনিতেই অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। যে কারণে দাবি না মানা পর্যন্ত বাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর