thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

আসছে একশ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ!

২০২১ নভেম্বর ০৮ ১০:২৮:১৭
আসছে একশ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ!

দ্য রিপোর্ট ডেস্ক: আসছে ১৯ নভেম্বর দেখা যাবে এই শতাব্দীর দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা- নাসার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আমেরিকাতে এটি সবচেয়ে ভালো দেখা যাবে।

এটি প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হবে। ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যমে এমন তথ্য জানানো হয়। নাসা জানায়, ২০০১ থেকে ২১০০- এই একশ’ বছরের মধ্যে এটিই হতে পারে সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ।

মহাকাশ গবেষণা সংস্থাটি জানিয়েছে, ১৯ নভেম্বর ভোরে চাঁদ, সূর্য আর পৃথিবী কক্ষপথে ঘুরতে ঘুরতে একই সরলরেখায় এসে পড়বে। এতে নিজস্ব আলো না থাকা চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। চন্দ্রগ্রহণটি ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী, ওই দিন ভোর ৪টায় সর্বোচ্চ পরিণতি পাবে।

বিভিন্ন টাইম জোনের কারণে আংশিক চন্দ্রগ্রহণটি ১৮ ও ১৯ নভেম্বর বিভিন্ন স্থানে আংশিক দেখা যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকার মানুষ এটি রাত ২টা থেকে ভোর ৪টা মধ্যে সবচেয়ে ভালোভাবে দেখতে পারবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর