thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

বাংলাদেশে আসছেন না হাফিজ

২০২১ নভেম্বর ০৮ ১৭:৫৬:৩৮
বাংলাদেশে আসছেন না হাফিজ

দ্য রিপোর্ট ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। তবে বাংলাদেশে আসা হচ্ছে না মোহাম্মদ হাফিজের। তরুণদের সুযোগ দিতে বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছে অভিজ্ঞ এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরটা একেবারে খারাপ যাচ্ছে না হাফিজের। নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও স্কটল্যান্ড ও নামিবিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলেছেন।

ব্যাট হাতে সময়টা খারাপ না গেলেও বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হাফিজ। যেখানে কারণ হিসেবে জানানো হয়েছে, তরুণদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাতে হাফিজের বদলি হিসেবে দেখা যেতে পারে ইফতেখার আহমেদকে।

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। এরপর আর বাংলাদেশে আসা হয়নি তাদের। ১৯ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি ‍দুই ম্যাচ মাঠে গড়াবে ২০ ও ২২ নভেম্বর। সবগুলো ম্যাচ হবে মিরপুরে।

টি-টোয়েন্টি সিরিজ শেষে সাদা পোশাকের ক্রিকেটে মাঠে নামবে দুদল। ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর থেকে মিরপুরে। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর