thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

নেতৃত্বের শেষ ম্যাচে যে কারণে ব্যাট করেননি কোহলি

২০২১ নভেম্বর ০৯ ১৪:০০:১৮
নেতৃত্বের শেষ ম্যাচে যে কারণে ব্যাট করেননি কোহলি

দ্য রিপোর্ট ডেস্ক: দুর্দান্ত উদ্বোধনী জুটির পর আউট রোহিত শর্মা। মাঠে আর টিভি পর্দার সামনে অনেকেরই প্রস্তুতি তখন বিরাট কোহলিকে ব্যাটিংয়ে দেখার। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আরেকবার এবং শেষবার ব্যাটিং। কিন্তু ব্যাটিংয়ে নামলেন সূর্যকুমার যাদব! নেতৃত্বের শেষ ম্যাচে কোহলির আর ব্যাটিং করাই হলো না। সুযোগ থাকলেও ভারতীয় অধিনায়ক কেন ২২ গজে নামেননি, সেটি জানালেন ম্যাচ শেষে।

ম্যাচের পর কোহলির কাছে ধারাভাষ্যকার হার্শা ভোগলে জানতে চাইলেন নেতৃত্বের শেষ ম্যাচে ব্যাটিংয়ে না নামার কারণ। নিজের বর্তমানকে প্রাধান্য না দিয়ে তিনি ভেবেছেন তরুণ এক ক্রিকেটারের ভবিষ্যৎ।

“সুর্য (সূর্যকুমার যাদব) এই বিশ্বকাপে খুব বেশি গেমটাইম পায়নি। দিনশেষে এটা তো টি-টোয়েন্টি বিশ্বকাপ! আমার মনে হলো, ওর জন্য এটা দারুণ এক স্মৃতি হবে। এর আগে স্রেফ দুটি ইনিংস খেলেছে বিশ্বকাপে। একটি খেলল শুরুতে, ভালো করতে পারেনি। এরপরই চোটে পড়ে গেল। ফেরার পর আফগানিস্তানের সঙ্গে ব্যাটিংয়ের সুযোগ পেল না।”

“আমি জানি, তরুণ ক্রিকেটার হিসেবে সবাই চায়, বিশ্বকাপ থেকে কোনো সুখস্মৃতি নিয়ে ফিরতে। ওকে ব্যাটিংয়ে পাঠানোর কারণ ছিল এটিই।”

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর