thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ঘুষকাণ্ডে শাহরুখের ম্যানেজার পূজাকে পুলিশের সমন

২০২১ নভেম্বর ১০ ০৬:৩৫:৩৪
ঘুষকাণ্ডে শাহরুখের ম্যানেজার পূজাকে পুলিশের সমন

দ্য রিপোর্ট ডেস্ক: মাদক মামলায় শাহরুখপুত্র আরিয়ান খান জামিনে মুক্তি পেয়েছেন। কিন্তু সেই মাদককাণ্ডের জট এখনও পুরোপুরি ছাড়ানো যায়নি।

মাদক উদ্ধার এবং আরিয়ানের মতো তারকাপুত্রের গ্রেপ্তারকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ উঠছে। এবার মাদক মামলা সংক্রান্ত ঘুষকাণ্ডে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিকে সমন পাঠালো মুম্বাই পুলিশ।

জানা গেছে, দিল্লি এনসিবির বিশেষ তদন্তকারী দল তাকে সমন পাঠিয়েছে। আরিয়ানের মামলা এখন তারাই দেখছে। তবে পূজা দাদলানি তদন্তকারী দলের সামনে বসার জন্য আরো কিছু সময় চেয়ে নিয়েছেন।

আরিয়ানের গ্রেপ্তারের পর মুম্বাই পুলিশের বিশেষ তদন্তকারী দল একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। তাতে দেখা যায়, প্রমোদতরী অভিযানের অন্যতম সাক্ষী কে পি গোসাভি, স্যাম ডিসুজার সঙ্গে লোয়ার প্যারেলে সাক্ষাৎ করছেন পূজা দাদলানি।

জানা যায়, আরিয়ানের গ্রেপ্তার সংক্রান্ত ঘুষ মামলার তদন্ত করছিল এনসিবির বিশেষ তদন্তকারী দল। তখনই ওই ফুটেজ হাতে আসে। অভিযোগ ওঠে, আরিয়ানকে ছেড়ে দেওয়ার পরিবর্তে শাহরুখের থেকে টাকা চেয়েছিলেন গোসাভি।

এর আগে, স্যাম ডিসুজা বম্বে হাইকোর্টে হলফনামায় দাবি করে, আরিয়ানকে আটক করার পরেই তাকে ছেড়ে দেওয়ার নাম করে পূজা দাদলানির থেকে ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন গোসাভি। কিন্তু ৩ অক্টোবর গ্রেপ্তার হন আরিয়ান। এর পর ফের পূজাকে ওই টাকা ফেরত দেন গোসাভি। এই অভিযোগ নিয়েই পূজা দাদলানির বয়ান রেকর্ড করতে চায় মুম্বাই পুলিশ।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। আরিয়ানের জামিনের প্রত্যেকটি শুনানিতে উপস্থিত ছিলেন তিনি। আইনজীবীদের দলের সঙ্গেও দেখা গিয়েছিল তাকে। শাহরুখের যাবতীয় কাজের দেখভাল করেন পূজা। শাহরুখের কলকাতা নাইট রাইডার্স দলেরও সব কিছু তিনিই দেখেন। শাহরুখ বিদেশে কোনো কাজে গেলে পূজাও সঙ্গে যান।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর