thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

কোভ্যাক্সিনের টিকা ৭৭.৮ শতাংশ কার্যকর: ল্যানসেট

২০২১ নভেম্বর ১২ ১৫:১৬:৫১
কোভ্যাক্সিনের টিকা ৭৭.৮ শতাংশ কার্যকর: ল্যানসেট

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ৭৭.৮ শতাংশ কার্যকরী ভারতে তৈরি প্রথম করোনা টিকা কোভ্যাক্সিন। চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত এক গবেষণাপত্রে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দু’টি কোভ্যাক্সিন টিকা নেওয়ার দু’সপ্তাহ পরে দেহে করোনাভাইরাস প্রতিরোধী শক্তিশালী অ্যান্টিবডি গঠনের প্রক্রিয়া শুরু হয়।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, কোভ্যাক্সিনের নির্মাতা সংস্থা ‘ভারত বায়োটেক লিমিটেড’ মানবদেহে টিকা পরীক্ষার (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) তৃতীয় পর্যায়ের তথ্য বিশ্লেষণ করে একই দাবি করেছিল।

সম্প্রতি ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ (ডব্লিউএইচও) জরুরি ব্যবহারের জন্য কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে।

গত ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের মে মাসের মধ্যে দু’টি টিকা নেওয়া ২৪ হাজার ৪১৯ জনের দেহে চালানো পরীক্ষার ফল বিশ্লেষণ করে কোভ্যাক্সিনের কার্যকারিতা সম্পর্কে এ তথ্য দিয়েছে ওই গবেষণা।

এতে বলা হয়, ১৮ থেকে ৯৭ বছর বয়সী ওই ব্যক্তিদের কারও দেহে টিকার ক্ষতিকারক প্রতিক্রিয়া দেখা যায়নি এবং কারো মৃত্যু হয়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর