thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দেড়যুগ পর বাংলাদেশের মালদ্বীপ বধ

২০২১ নভেম্বর ১৩ ১৮:৪৭:৪১
দেড়যুগ পর বাংলাদেশের মালদ্বীপ বধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: শ্রীলঙ্কার মাটিতে চার জাতি টুর্নামেন্টে মালদ্বীপকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দীর্ঘ ১৮ বছর পর দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে জয় পেল লাল-সবুজরা।

শনিবার (১৩ নভেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে একটি করে গোল আদায় করেছেন জামাল ভূঁইয়া ও তপু বর্মণ।

টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই গোল পায় মারিও লামোসের শিষ্যরা। ১২তম মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো থেকে বল পেয়ে গোল আদায় করেন জামাল। যা বাংলাদেশের জার্সিতে তারকা মিডফিল্ডারের প্রথম আন্তর্জাতিক গোল।

বাংলাদেশ গোল তুললেও অফসাইড বলে তা বাতিল করে দেয়া হয়। প্রতিবাদের মাধ্যমে সিদ্ধান্ত নিজেদের পক্ষ নেন জামাল।

গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে মালদ্বীপ। একপর্যায়ে সমতায় ফিরতে সক্ষম হয় তারা।

৩৩ মিনিটে আশরাফের করা কর্নার থেকে বল আকরাম আব্দুল ঘানির পায়ে যায়। অধিনায়ক বলটি বাড়িয়ে দিলে গোল তুলতে ভুল করেননি ইব্রাহিম আইসাম। এতে ১-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর