thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিশ্বকাপের ফাইনালে স্পটলাইটে যারা

২০২১ নভেম্বর ১৪ ১৩:৩৩:২৭
বিশ্বকাপের ফাইনালে স্পটলাইটে যারা

দ্য রিপোর্ট প্রতিবেদক: ফাইনালের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামছে আজ। ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে লড়বে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। দুই দলই এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিতে পারেনি। নিজেদের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে আজ (১৪ নভেম্বর) রাত আটটায় মুখোমুখি হবে এই দুই দল।

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড উভয় দলেই রয়েছে একাধিক খেলোয়াড় যাদের দিকে রাখতে হবে আলাদা নজর। যাদের রয়েছে যে কোন মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার সক্ষমতা।

বিশ্বকাপের ফাইনালে আলাদা নজর রাখতে হবে যেসব ক্রিকেটারের উপরঃ-

অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া): ফাইনালে অস্ট্রেলিয়ার বড় অস্ত্র হতে পারেন স্পিনার অ্যাডাম জাম্পা। দুবাই কন্ডিশনের কারণে ফাইনালে তার থেকে বড় কিছুর প্রত্যাশা করবে দল। এবারের বিশ্বকাপে এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এই লেগস্পিনার। ৬ ইনিংসে ১৩১ রান দিয়ে ১২ উইকেট শিকার তার।

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): টি-২০ বিশ্বকাপের শুরুতে ফর্মহীনতায় ভুগছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপের দলে থাকা নিয়েও জেগেছিল সংশয়। তবে বিশ্বকাপের মঞ্চে ঠিকই জ্বলে উঠেছে ওয়ার্নারের ব্যাট। দুই হাফ-সেঞ্চুরিতে ৬ ইনিংসে এ পর্যন্ত আসরে দলের হয়ে সর্বোচ্চ ২৩৬ রান করেছেন তিনি।

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়ার পেস আক্রমনের অন্যতম ভরসা মিচেল স্টার্ক। ৬ ইনিংসে ৯ উইকেট ঝুলিতে আছে তার। জাম্পার পর অস্ট্রেলিয়ার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট তারই। ধারাবাহিকতা থাকলেও, এখনও বিধ্বংসী রুপে দেখা যায়নি স্টার্ককে। ফাইনালের মত বড় মঞ্চে স্টার্কের জ্বলে উঠার অপেক্ষা অস্ট্রেলিয়া।

ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড): এবারের আসরে এখন পর্যন্ত ৬ ইনিংসে ১১ উইকেট নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের। যা নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ শিকার। সবগুলো উইকেট সুপার টুয়েলভেই নিয়েছেন তিনি।

ইশ সোধি (নিউজিল্যান্ড): প্রতিপক্ষের ব্যাটিংয়ে মাঝে ওভারে চাপ সৃষ্টি করতে পটু নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি। মরুর দেশে বিশ্বকাপ হওয়ার সুবিধা ভালোভাবেই নিয়েছেন সোধি। ৬ ইনিংসে ৯ উইকেট তার। ইকোনমি ৭ দশমিক ৩৩।

টিম সাউদি (নিউজিল্যান্ড): বোল্টের সাথে নিউজিল্যান্ডের পেস আক্রমন সামলাচ্ছেন টিম সাউদি। ৬ ইনিংসে ৮ উইকেট তার। এবারের বিশ্বকাপে বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টি-২০তে ১শ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করেন সাউদি। এই আসরে যেক’টি ম্যাচ খেলেছেন, সবগুলোতেই উইকেট নিয়েছিলেন তিনি। তাই ফাইনালে সাউদির ধারাহিকতার প্রত্যাশায় নিউজিল্যান্ড।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর