thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

পাকিস্তানে ‘হক্কানি’ নেতা নিহত

২০১৩ নভেম্বর ১১ ১৯:৫৮:২১
পাকিস্তানে ‘হক্কানি’ নেতা নিহত

দিরিপোর্ট২৪ ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে রবিবার দিবাগত রাতে হক্কানি নেটওয়ার্কের ঊর্ধ্বতন নেতা নাসির হক্কানির গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে। খবর বিবিসি ও আলজাজিরার।

তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইসলামাবাদের আবাসিক এলাকা ভারা কাহুতে নাসিরের লাশ পাওয়া যায়। এর কয়েক কিলোমিটার দূরেই মার্কিন দূতাবাস অবস্থিত।

নাসির হক্কানি আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে এক পরিচিত নাম। মার্কিন বাহিনীর কাছে তিনি ছিলেন এক জীবন্ত আতঙ্ক।

তিনি ওয়াশিংটনের ‘মোস্ট ওয়ান্টেডে’র তালিকাভুক্ত ছিলেন।

এর আগে তাকে হত্যার উদ্দেশ্যে মার্কিন বাহিনী পাকিস্তানের ওয়াজিস্তানে বেশ কয়েকবার ড্রোন হামলা চালায়।

নাসির হক্কানি ‘হক্কানি নেটওয়ার্কে’র অন্যতম দাতা ছিলেন। ১৯৭৯ সালে তার বাবা জালালউদ্দিন হক্কানি আফগানিস্তানে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে মুক্তিলাভে লড়াই করতে এ দলটি গঠন করেন। বর্তমানে তার ভাই সিরাজুদ্দিন হক্কানি দলটির নেতৃত্ব দিচ্ছেন।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর