thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

বছরে ৪০০-৭০০ মিলিয়ন মিটার বস্ত্র আমদানি : পাটমন্ত্রী

২০২১ নভেম্বর ১৬ ১৫:০১:০৩
বছরে ৪০০-৭০০ মিলিয়ন মিটার বস্ত্র আমদানি : পাটমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বর্তমানে বাংলাদেশে বাৎসরিক বস্ত্রের চাহিদার পরিমাণ প্রায় ২,৪০০ মিলিয়ন মিটার। চাহিদার বিপরীতে দেশে প্রায় ১৭০০ থেকে ২০০০ মিলিয়ন মিটার বস্ত্র উৎপাদিত হয়। বাকি ৪০০ থেকে ৭০০ মিলিয়ন মিটার বস্ত্র আমদানি করা হয়।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে কাজিম উদ্দিন আহম্মেদের (ময়মনসিংহ-১১) লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠিত সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

এম. আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সচল রাখাসহ আধুনিকীকরণের লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা নেই। বর্তমান সরকার পাটশিল্পকে রক্ষার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সচল রাখাসহ আধুনিকায়নের লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পরিচালনার পরিবর্তে মিলগুলোকে বেসরকারি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ইজারা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর