thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

পাকিস্তান দলের সাজা হতে পারে এক বছরের!

২০২১ নভেম্বর ১৮ ১৫:৩৮:৫৪
পাকিস্তান দলের সাজা হতে পারে এক বছরের!

দ্য রিপোর্ট ডেস্ক: মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের সময় পাকিস্তান দলের পতাকা টানানো নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। যা খেলার মাঠ ছাপিয়ে চলে গেছে রাষ্ট্রের অনেক ঊর্ধ্বতন পর্যায়ে। চলছে কাটা-ছেঁড়া বিশ্লেষণ।

দেশের বিচার কার্যের সর্বোচ্চ পর্যায় থাকা সুপ্রিম কোর্টও বলছে অনুমতি ছাড়া ভিন দেশের পতাকা টানানো বাংলাদেশের আইন পরিপন্থী। পতাকা বিধানে উল্লেখ রয়েছে যার জন্য সাজা হতে পারে সর্বোচ্চ এক বছরের। মামলা করলে পাকিস্তান এ শাস্তি পেতে পারে বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস।

বেসরকারি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সুবীর নন্দী দাস বলেন, ''পতাকা যদি উত্তোলন করতেই হয়, সেক্ষেত্রে বাংলাদেশের পতাকা প্রথমে উত্তোলন করতে হবে। এছাড়া নামানোর ক্ষেত্রে বাংলাদেশের পতাকা শেষে নামাতে হবে।''

''এক্ষেত্রে দুই দেশের পতাকার আয়তন এক হতে হবে। কিন্তু পাকিস্তান যেভাবে মাঠের মধ্যে তাদের পতাকা উত্তোলন করেছে, এটা আমাদের সার্বভৌমত্বের প্রতি অসম্মান করা হয়েছে। এজন্য তাদের ক্ষমা চাওয়া উচিত।''

পতাকা নিয়ে দেশে ঝড় বয়ে গেলেও বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক বিসিবির তরফ থেকে পাওয়া যায়নি এ বিষয়ে কোন সাড়া। সামনেই বিজয়ের মাস। এর আগে কূটনৈতিক ও রাজনৈতিক নানা কারণে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বিতর্কে জড়িয়েছে। সে দেশের ক্রিকেটারদের এমন আচরণ আসলে কিসের ইঙ্গিত দেয় সেটাই এখন দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর