thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বিয়ের পর নাম পাল্টাবেন ক্যাটরিনা

২০২১ নভেম্বর ২০ ১১:১৬:০৮
বিয়ের পর নাম পাল্টাবেন ক্যাটরিনা

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে ডিসেম্বরে বিয়ে করছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বাওরার বিলাসবহুল রিসোর্টে তাদের বিয়ের অনুষ্ঠান হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিয়ের পর নিজের নাম পরিবর্তন করতে পারেন ক্যাটরিনা। টাইগার থ্রি ছবি মুক্তির আগে এ অভিনেত্রী যদি সাত পাকে বাঁধা পড়েনম তাহলে ছবির প্রোমোশান-ট্রেলার থেকে সবকিছুতেই নিজের নাম পরিবর্তন করে ‘ক্যাটরিনা কাইফ কৌশল’ রাখতে পারেন তিনি।

দিওয়ালির দিনই ভিকি এবং ক্যাটরিনা বাগদান সেরেছেন। বলিউড পরিচালক কবির খানের বাড়িতেই বসেছিল এনগেজমেন্টের আসর। ওই অনুষ্ঠানে ক্যাটরিনার মা সুজান, ক্যাটের বোন ইসাবেল, ভিকির বাবা শ্যাম কৌশল, মা বীণা কৌশল ও ভাই সানি কৌশল উপস্থিত ছিলেন।

৭-৯ ডিসেম্বরে রাজস্থানের বারওয়াড়া দুর্গতে বিয়ের আসর বসবে ভিকি এবং ক্যাটের, যা বর্তমানে একটি বিলাসবহুল রিসোর্ট। ৪৮ বেডরুমের এ রিসোর্ট বলিউডের ‘বিগ ফ্যাট ওয়েডিং’ এর জন্য আদর্শ।

অন্যদিকে, বিয়ের পর থাকার জন্য নতুন ফ্লাটও কিনেছেন ভিকি-ক্যাট। বিয়ের পর ক্যাটরিনাকে নিয়ে এখানেই সংসার পাততে চলেছেন ভিকি।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর