thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

শার্শায় ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় নিহত ১

২০২১ নভেম্বর ২৮ ০৭:১৬:০৯
শার্শায় ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় নিহত ১

দ্য রিপোর্ট প্রতিবেদক: যশোরের শার্শায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৭ জন।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তবে রাতে এতথ্য জানা যায়।

জেলা পুলিশের মুখপাত্র ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহতের নাম কুতুবউদ্দিন আহমেদ (৪০)। কুতুবুদ্দিনের বাড়ি কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে। তিনি কায়বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেনের সমর্থক।

নিহত কুতুবউদ্দিনের চাচাতো ভাই ইউনুস আলী বলেন, “নির্বাচনি প্রচার থেকে দূরে থাকতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ টিংকু হুমকি দিয়ে আসছিলেন। শনিবার দুপুরে রুদ্রপুর বাজারে তাদের পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা শহীদ কাজীর নেতৃত্বে হামলা চালায়। এতে গুরুতর আহত হন কুতুবউদ্দিন। হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান।”

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক নাহিদ শাহরিয়ার সাব্বির বলেন, “তাকে মৃত পেয়েছি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।”

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর