thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

পঞ্চম ধাপের ইউপি ভোটের পুনঃতফসিল ঘোষণা

২০২১ নভেম্বর ৩০ ২০:০২:৩২
পঞ্চম ধাপের ইউপি ভোটের পুনঃতফসিল ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক: পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের ৯১তম কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে এসব ইউপির পুনঃতফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

ইসি সচিব বলেন, ভোট আগের ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে। পুনঃতফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ সময় ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর করে পুনঃতফসিল করা হয়েছে।

আগের তফসিল অনুযায়ী, ৭ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ সময় ছিল। মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ছিল ১৫ ডিসেম্বর।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর