thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি দায়ে নারী কাউন্সিলরকে শোকজ

২০২১ ডিসেম্বর ০১ ১৮:৫২:৩৯
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি দায়ে নারী কাউন্সিলরকে শোকজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার সংরক্ষিত (১-২-৩ নম্বর ওয়ার্ড) নারী কাউন্সিলর রাশেদা বেগমকে শোকজ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির দায়ে তাকে এ শোকজ করা হয়।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে চকরিয়া পৌর পরিষদে জরুরি এক সভায় তাকে শোকজ করা হয়। সভায় সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।

এসময় মেয়র আলমগীর চৌধুরী বলেন, নারী কাউন্সিলর (১-২-৩ নম্বর ওয়ার্ড) রাশেদা বেগমকে জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা না হলে শপথ ভঙ্গের কারণে তার বিরুদ্ধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩২ (খ) ৭৮ (৪) ধারার আলোকে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৭ (সাত) দিনের মধ্যে ব্যাখ্যাসহ জবাব প্রদান করবেন।

তিনি বলেন, অন্যথায় রাষ্ট্রীয় ভাবমূর্তি রক্ষার শপথ ভঙ্গের অভিযোগ এনে পৌরসভা আইন ও বিধিমালার আলোকে কাউন্সিল পদ থেকে তাকে অপসারণের জন্য পত্র প্রেরণ করা হবে।

চকরিয়া পৌর পরিষদের এ সভায় অন্যান্য কাউন্সিলরসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০১ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর