thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মিরপুরে অনুশীলনে সাকিব

২০২১ ডিসেম্বর ০২ ২০:৩০:১২
মিরপুরে অনুশীলনে সাকিব

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছে দুই দল। ইনজুরি কাটিয়ে বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।

আজ বৃহস্পতিবার সকালে অনুশীলন করেছে পাকিস্তান দলের ৫ ক্রিকেটার। এর পর অনুশীলনে নামে বাংলাদেশ দলও।

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুটি ম্যাচ খেলেননি। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজআর চট্টগ্রাম টেস্টও খেলেননি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সাকিব। যেটা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে পুরো দলকে। ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।

মিরপুরে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট শুরু শুক্রবার। এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। ঢাকা টেস্টে তাই ঘুরে দাড়াতে মরিয়া স্বাগতিকরা। অন্যদিকে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর টেস্ট সিরিজও জয়ে শুরু পাকিস্তানের। ফলে তারা আছে দারুণ ছন্দে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০২ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর