thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

৫০ টাকায় মিরপুর টেস্টের টিকিট, রয়েছে শর্ত

২০২১ ডিসেম্বর ০৩ ১৫:২৫:৪২
৫০ টাকায় মিরপুর টেস্টের টিকিট, রয়েছে শর্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রাম টেস্ট শেষে আগামীকাল শনিবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ১০টা থেকে শুরু হবে ম্যাচটি। তবে সমর্থকদের জন্য সুখবর, মাত্র ৫০ টাকায় মিলবে গ্যালারির টিকিট।

মিরপুর টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। পাওয়া যাবে মিরপুর ১০ নম্বরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার থেকে। পাওয়া যাবে টেস্ট ম্যাচ চলাকালেও। বুথে টিকিট পাওয়া যাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

৫০ টাকা মূল্যের টিকিটে খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ড থেকে। ১০০ টাকা মূল্য রাখা হয়েছে সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিটের। ক্লাব হাউজের টিকিট ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা।

তবে মাঠে প্রবেশের ক্ষেত্রে রয়েছে শর্ত। ১৮ বছরের বেশি বয়সীদের মাঠে প্রবেশের ক্ষেত্রে দেখাতে হবে দুই ডোজ কোভিড টিকা নেওয়ার সার্টিফিকিট।

পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজ দিয়েই বাংলাদেশের ক্রিকেটে মাঠে দর্শক ফেরানো হয়েছে প্রায় দেড় বছর পর। টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজের সময় গ্যালারিতে উপচেপড়া ভিড় ছিল দর্শকের। চট্টগ্রাম টেস্টেও ছিল অনেক দর্শক। তবে বর্তমান কোভিড পরিস্থিতির জন্য ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট ছাড়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৩ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর