thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পাকিস্তানের দুই ওপেনারকে বিদায় করে লাঞ্চে বাংলাদেশ

২০২১ ডিসেম্বর ০৪ ১৩:০৫:৪২
পাকিস্তানের দুই ওপেনারকে বিদায় করে লাঞ্চে বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য মিরপুরের বাইশ গজে লড়ছে বাংলাদেশ। প্রথম সেশনে ৩১ ওভারের খেলা শেষে দুই ওপেনারকে হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৭৮ রান। উইকেটে আছেন অভিজ্ঞ আজহার আলী ৬ রানে ও অধিনায়ক বাবর আজম ৮ রানে।

আজ (শনিবার, ৪ ডিসেম্বর) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

পাকিস্তানের দুই ওপেনার দেখেশুনেই ম্যাচের গোড়াপত্তন করতে থাকেন। ১৮ ওভারে প্রথম উইকেটে ৫৯ রান সংগ্রহ করে তারা। তার আগে অবশ্য ১৬তম ওভারে সাকিবের বল প্যাডে লাগলে এলবিডব্লুর আবেদন করে বাংলাদেশ। মাঠের আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নেন সাকিব। কিন্তু তৃতীয় আম্পায়ারও তার আবেদনে সাড়া না দেওয়ায় একটি রিভিউ নষ্ট হলো বাংলাদেশের।

অবশেষে ১৮.৩ ওভারের সময় দলীয় ৫৯ রানে সাফল্য পায় বাংলাদেশ। বাঁহাতি স্পিনার তাইজুলকে সামনের পায়ে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন আব্দুল্লাহ শফিক। বল ব্যাট ও প্যাডের ফাঁক গলে স্ট্যাম্পে আঘাত হানলে বোল্ড হন তিনি। তার আগে অবশ্য শফিক ৫০ বলে করেন ২৫ রান। শফিকের বিদায়ের ১১ রান পর দলীয় ৭০ রানে আরেক ওপেনার আবিদ আলীকে বোল্ডের ফাঁদে ফেলেন তাইজুল। তিনি ফিরে যান ৮১ বলে ৩৯ রান করে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৪ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর