thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ফের টিসিবির কম দামে নিত্যপণ্য বিক্রি শুরু

২০২১ ডিসেম্বর ০৫ ১৩:৪৯:৫২
ফের টিসিবির কম দামে নিত্যপণ্য বিক্রি শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বল্প আয়ের মানুষের জন্য আজ থেকে আবারও শুরু হলো কম দামে টিসিবির নিত্যপণ্য বিক্রি কার্যক্রম।

রাজধানীসহ সারাদেশে প্রায় সাড়ে চারশ' ট্রাকে চিনি, ডাল, পেঁয়াজ ও তেল বিক্রি শুরু করেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সরকারি এ কার্যক্রমে ভোক্তারা প্রতি কেজি চিনি পাচ্ছেন ৫৫ টাকায়। এ ছাড়া মসুর ডাল ৬০, পেঁয়াজে মিলছে ৩০ টাকায়। ট্রাক সেলে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১১০ টাকায়। একজন ভোক্তা সর্বোচ্চ ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল এবং ২ থেকে ৫ কেজি পর্যন্ত পেঁয়াজ নিতে পারবেন টিসিবির ট্রাক থেকে।

নিত্যপণ্য বিক্রির এ কার্যক্রম শুক্রবার ছাড়া আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৫ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর