thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

স্বাধীনতা ঘোষণা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে রিটের শুনানি কাল

২০২১ ডিসেম্বর ০৫ ১৬:৪৩:৫৩
স্বাধীনতা ঘোষণা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে রিটের শুনানি কাল

দ্য রিপোর্ট প্রতিবেদক: শিক্ষা প্রতিষ্ঠানের সব পাঠ্যপুস্তকে স্বাধীনতা ঘোষণা ও ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে রিট শুনানির জন্য আগামীকাল সোমবার (৬ ডিসেম্বর) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আজ রবিবার (৫ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন এবিএম শাহজাহান আকন্দ মাসুম।

এর আগে ২ ডিসেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের সব পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী উত্তম লাহেড়ির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী ও এবিএম শাহজাহান আকন্দ মাসুম এ রিট দায়ের করেন।

রিট আবেদনে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম যেন স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র সম্পর্কে জানতে পারে সে জন্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি সময়ের দাবি। এ কারণেই রিট দায়ের করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৫ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর