thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৮১ লাখ মানুষ

২০২১ ডিসেম্বর ০৬ ১১:১১:৫৬
দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৮১ লাখ মানুষ

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে এ পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৮১ লাখ ৩৮ হাজার ৪৫৩ জন। আর প্রথম ডোজ দেওয়া হয়েছে মোট ৬ কোটি ৫০ লাখ ৮১ হাজার ৬৪৫ জনকে। এর মধ্যে রয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

রোববার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে শিক্ষার্থীসহ ৬ লাখ ৬৭ হাজার ২১৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৯ হাজার ৩৩ জনকে। আজ শিক্ষার্থীদের মধ্যে ৩১ হাজার ৯৬৩ জনকে প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৭ হাজার ৩৪৬ জন।

এ পর্যন্ত ৯ লাখ ৩১ হাজার ৪৭৩ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে, আর দ্বিতীয় ডোজ পেয়েছে ১ লাখ ১৩ হাজার ৯৮৩ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৬ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর