thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

এবার বৃষ্টির মধ্যে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

২০২১ ডিসেম্বর ০৬ ১৪:৫০:০৪
এবার বৃষ্টির মধ্যে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক: নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী সড়ক অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের প্রতি লাল কার্ড ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের পর এবার বৃষ্টি উপেক্ষা করে মুখে কালো কাপড় বেঁধে রাস্তায় দাঁড়িয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশের দাঁড়িয়ে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি পালন করতে দেখা গেছে।

মানববন্ধন থেকে আন্দলোনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী খিলগাঁও মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, চলমান নিরাপদ সড়ক আন্দোলনের অংশ হিসেবে বৃষ্টি উপেক্ষা করে আজ আমরা রাস্তায় নেমেছি। আজকের মানববন্ধন থেকে আমরা এ পর্যন্ত যারা সড়কে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শোক প্রকাশ করছি। এছাড়া সড়কে চলমান অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে আমরা মুখে কালো কাপড় বেঁধেছি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৬ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর