thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

আরও ৫৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

২০২১ ডিসেম্বর ০৬ ১৮:১৬:৪৯
আরও ৫৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ৫৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এতে চলতি বছর ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ২৭ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে।

নতুন ৫৬ জন রোগীর মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৪৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। তবে এসময়ে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা ৯৮ জনেই রয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ইএমআইএস) ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৬৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৯২ জন ও বেসরকারি হাসপাতালে ৭৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২৫ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৫৬ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকায় সরকারি হাসপাতালে ২১ জন, বেসরকারি হাসপাতালে ২২ জন রোগী এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩ জন।

জানা গেছে, চলতি বছর (১ জানুয়ারি থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত) দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গুরোগীর সংখ্যা ২৭ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে। ডেঙ্গু ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ২৯৪ জন।

এ বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বর ৩ হাজার ৫৬৭ জন এবং ৬ ডিসেম্বর পর্যন্ত ৪৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯৮ জনের মধ্যে নভেম্বর মাসে ৬ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে মারা গেছেন ১২ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৬ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর