thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

কাঁদাচ্ছে লেগুনা ড্রাইভার ও গার্মেন্টস কর্মীর প্রেম

২০২১ ডিসেম্বর ১১ ১৪:৫৭:১৪
কাঁদাচ্ছে লেগুনা ড্রাইভার ও গার্মেন্টস কর্মীর প্রেম

দ্য রিপোর্ট প্রতিবেদক: মাহমুদ মাহিনের পরিচালনায় ‘পাগল তোর জন্য’ নাটকে একজন লেগুনা ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান। তার সঙ্গে গার্মেন্টস কর্মীর চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।

ঘটনাচক্রে জমে ওঠে লেগুনা ড্রাইভার ও গার্মেন্টসকর্মীর প্রেমকাহিনী। কিন্তু এর মাঝেই ঘটে অন্যরকম ঘটনা। নিরেট প্রেমের সেই ঘটনার শেষটা হৃদয়স্পর্শী! এমন গল্পকে কেন্দ্র ‘পাগল তোর জন্য’।

৮ ডিসেম্বর প্রকাশিত এ নাটকটি প্রচারের পর দর্শকের বেশ প্রশংসা পাচ্ছে। সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউবে উন্মুক্ত হওয়া নাটকটি দুদিনে প্রায় ১৩ লাখ দর্শক দেখেছেন। ৫ হাজারের অধিক মন্তব্যে দেখা যায় দর্শক প্রতিক্রিয়া।

দর্শক বলছেন, সমাজের বাস্তব ঘটনা নিয়ে নাটকের প্রেক্ষাপট। কাজটি দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে কেঁদেছেন সেই কথাও উল্লেখ করেছেন কমেন্ট বক্সে। আবার কেউ কেউ বলছেন, এই কাজটি পুরষ্কার অর্জনের দাবী রাখে। ফারহান-পায়েল প্রত্যেকেই দুর্দান্ত অভিনয় করেছেন। লেগুনার ড্রাইভার হিসেবে ফারহান তার চরিত্রটি একেবারে ঠিকভাবে তুলে ধরেছেন।

গার্মেন্টসকর্মী হিসেবে পায়েলের বডি ল্যাঙ্গুয়েজ ছিল ঠিক ঠাক। এছাড়া আরো দেখা যায়- এমএনইউ রাজু, শাহেদ আলী ও আনোয়ারকে। পরিচালককে ধন্যবাদ জানিয়ে শত শত মন্তব্যে দর্শকরা বলেছেন, গল্পের কনসেপ্টটি একেবারেই জীবন ঘনিষ্ঠ। গল্পের সঙ্গে নামের স্বার্থকতাও সঠিক। নির্মাণেও মুন্সিয়ানা দেখিয়েছেন মাহমুদ মাহিন। প্রশংসা করতে ভোলেননি সংগীতায়োজনের।

এ বিষয়ে ফারহান বলেন, কষ্ট করে ধৈর্য্য নিয়ে কাজটি করে দর্শকদের রেসপন্স পাচ্ছি। পরিশ্রম স্বার্থক মনে হচ্ছে। আমি অভিনয়টা ঠিকভাবে করতে চেয়েছি। ভালো কাজের চেষ্টা করে যাচ্ছি। এ ধরনের চরিত্র করতে পেরে আমি সত্যি তৃপ্তি খুঁজে পেয়েছি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১১ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর