thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

টি-২০’র ক্যাপ্টেন হতে রাজি হননি রোহিত, দাবি করেন ওয়ান ডেরও

২০২১ ডিসেম্বর ১১ ১৫:২৭:৩৯
টি-২০’র ক্যাপ্টেন হতে রাজি হননি রোহিত, দাবি করেন ওয়ান ডেরও

দ্য রিপোর্ট ডেস্ক: বিরাট কোহলি নিজে নেতৃত্ব ছাড়তে না চাইলেও তাকে কেন সরিয়ে দেওয়া হল ওয়ান ডে ফর্ম্যাটের ক্যাপ্টেন্সি থেকে, তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। এই নিয়ে বিসিসিআই ও জাতীয় নির্বাচকদের প্রতি ক্ষোভ উগড়ে দিতে দেখা যাচ্ছে অনেককেই। শুধু বিরাট অনুরাগীরাই নন, বরং বিশেষজ্ঞদের একাংশও বোর্ডের এমন সিদ্ধান্তের সমালোচনা করেন। তবে কোহলিকে সরানোর পিছনে অন্য একটা কারণের কথাও ঘোরাফেরা করছে ক্রিকটমহলে।

রোহিত শর্মা নাকি শুধুমাত্র টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়কত্ব গ্রহণ করতে রাজি হননি। বরং তিনি টি-২০'র সঙ্গে ওয়ান ডে'র নেতৃত্বও দাবি করেন বিসিসিআইয়ের কাছে। সাদা বলের ক্রিকেটে সার্বিকভাবে ক্যাপ্টেন করলে তবেই নেতৃত্বভার হাতে তুলে নেবেন বলে শর্ত রাখেন হিটম্যান। এমনই একটি রিপোর্টের কথা উল্লেখ করা হয় ক্রিকট্যাকারের প্রতিবেদনে।

এদিকে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী স্পষ্ট জানান যে, বোর্ড কোহলিকে টি-২০'র ক্যাপ্টেন্সি না ছাড়ার অনুরোধ জানিয়েছিল, যা শোনেননি বিরাট। অগত্যা কোহলির জায়গায় নতুন কাউকে টি-২০ ক্যাপ্টেন নির্বাচিত করতেই হতো। সেক্ষেত্রে রোহিত শর্মাই ছিলেন প্রথম পছন্দ। এখন রোহিতকে টি-২০ ক্যাপ্টেন করতে হলে তাঁর দাবি মেনে নিতে হতো বিসিসিআইকে। তাই তাঁর হাতে টি-২০'র পাশাপাশি ওয়ান ডে'র নেতৃত্বও তুলে দেওয়া ছাড়া উপায় ছিল না বোর্ডের।

রোহিত এর আগে ভারতকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন করার পর প্রকাশ্যেই জানিয়েছিলেন যে, তিনি সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে প্রস্তুত।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১১ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর