thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

জাতীয় ভ্যাট দিবসে রাজস্ব খাতে ৫০০ শতাংশ প্রবৃদ্ধি

২০২১ ডিসেম্বর ১১ ২০:৩০:৩৮
জাতীয় ভ্যাট দিবসে রাজস্ব খাতে ৫০০ শতাংশ প্রবৃদ্ধি

দ্য রিপোর্ট প্রতিবেদক: রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন,জীবনযাত্রার মান ও দেশের উন্নয়নের স্বার্থে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের কোনো বিকল্প নেই। বিগত এক দশকে সরকার বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে দেশের ব্যাপক উন্নয়ন সাধন করেছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরীর রুপকথা থিমপার্কে অনুষ্ঠিত জাতীয় ভ্যাট দিবসের আলোচনা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান। রংপুরবাসীও এই উন্নয়নের সহযোগি। ভ্যাট ট্যাক্স প্রদানে রংপুর এগিয়ে আছে, কিন্তু কাঙ্খিত উন্নয়ন থেকে রংপুর পিছিয়ে।

‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’ স্লোগানে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে কাস্টমস, এক্সইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভাগের সেরা ১৪ জন ভ্যাট প্রদানকারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় রাজস্ব বোর্ড সদস্য আবদুল মজিদ বলেন, স্বাধীনতা পরবর্তী অর্থবছরে মাত্র ১৬৬ দশমিক ৩০ কোটি টাকার রাজস্ব আহরণ দিয়ে আমাদের দেশে যাত্রা শুরু করেছিল। পঞ্চাশ বছর পরে ২০২০-২০২১ অর্থবছরে বৈশ্বিক অতিমারী করোনা পরিস্থিতি স্বত্বেও ২ লাখ ৬০ হাজার কোটি টাকা রাজস্ব আহরণ ছাড়িয়ে গেছে।

জনগণের ভ্যাট-ট্যাক্সে দেশের উন্নয়ন হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, রাজস্ব অর্থনৈতিক উন্নয়নের অন্যতম হাতিয়ার। বিগত এ দশকে দেশের অভূতপূর্ব উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে অভ্যন্তরীণ রাজস্ব। ২০০৮-২০০৯ অর্থবছরে বাংলাদেশের রাজস্ব আহরণ ছিল ৫২ হাজার ৫০০ কোটি টাকা। ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব আহরণ হয়েছে প্রায় ২ লাখ ৬০ হাজার কোটি টাকা; অর্থাৎ এক দশকে রাজস্ব খাতে প্রবৃদ্ধি হয়েছে ৫০০ শতাংশ।

তারা বলেন,সচেতন নাগরিক হিসেবে দেশের উন্নয়নের চাকাকে সচল রাখতে সকলের সঠিকভাবে ভ্যাট প্রদান করা নাগরিক দায়িত্ব। রংপুর কাস্টমস, এক্সইজ ও ভ্যাট কমিশনারেট ভ্যাট আহরণে দেশের দ্বিতীয় অবস্থানে রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১১ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর