thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ইসলামী ব্যাংকের মতিঝিল শাখা স্থানান্তর

২০২১ ডিসেম্বর ১১ ২০:৩২:৩৬
ইসলামী ব্যাংকের মতিঝিল শাখা স্থানান্তর

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মতিঝিল শাখা ঢাকার আর কে মিশন রোডে অবস্থিত লিলি পন্ড সেন্টারে স্থানান্তর করা হয়েছে। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান গত ৮ ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

রিহ্যাবের সাবেক সভাপতি মো. তানভীরুল হক প্রবাল, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, সফটেক্স লিমিটেডের চেয়ারম্যান শরফুজ্জামান টপি এবং ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম শহীদুল এমরান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মতিঝিল শাখাপ্রধান হাবিবুল্লাহ আল আমিন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১১ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর