thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

প্রভাসের শত শত কোটি টাকার বাড়ি!

২০২১ ডিসেম্বর ১২ ১০:৪০:৩৫
প্রভাসের শত শত কোটি টাকার বাড়ি!

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা প্রভাস। যিনি ‘বাহুবলি’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে বিশ্বব্যাপী সিনেমাপ্রেমী মানুষের কাছে তারকা খ্যাতি পেয়েছেন। দক্ষিণী ছবির এই নায়কের ব্যাপারে জানতে তার ভক্তদের আগ্রহের কোনও কমতি নেই।

নিজের জনপ্রিয়তাকে অন্য একমাত্রায় নিয়ে গেছেন প্রভাস। ভক্তরা তার ব্যক্তিগত নানা বিষয় জানতে বেশ কৌতূহলী। বিভিন্ন সময়ে প্রভাসের প্রেম ও বিয়ের গুঞ্জন জেনেছেন তার ভক্তরা। এবার জানা গেল শত শত কোটি টাকা ব্যয়ে বাড়ি বানাচ্ছেন প্রভাস। কেনই বা বানাবেন না, বর্তমানে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা তিনি। সিনেমাপ্রতি পারিশ্রমিক নিচ্ছেন ১৫০ কোটি রুপি।

ব্যক্তি জীবনে বেশ শৌখিন প্রভাস। তার রয়েছে বিলাসবহুল বাড়ি, গাড়ি। মুম্বাইয়ে ব্যয়বহুল একটি বাংলো কিনেছেন তিনি। হায়দরাবাদের জুবিলি হিলসে রয়েছে এই অভিনেতার বিলাসবহুল একটি বাংলো। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ কোটি রুপি।

জানা যায়, হায়দরাবাদে আরেকটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন প্রভাস। নানকরামগুড়ায় দুই একর জমি কিনেছেন তিনি। যার মূল্য ১২০ কোটি রুপি। এই জমিতে দৃষ্টিনন্দন একটি বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছেন এই অভিনেতা। বাড়ি নির্মাণ বাবদ ব্যয় করবেন ৮০ কোটি রুপি। অর্থাৎ বিলাসবহুল এ বাড়ির জন্য মোট ২০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২২৬ কোটি ৯১ লাখ ১২ হাজার ৪৮০ টাকা) ব্যয় করবেন এই তারকা।

গাড়ি কেনার প্রতিও তার বেশ ঝোঁক রয়েছে। তার ইগডঢ৩ গাড়িটির দাম ৬৮ লাখ টাকা। আরও রয়েছে ২ কোটি টাকা মূল্যের জাগুয়ার। এছাড়াও প্রভাসের কাছে আরও আট কোটি টাকা মূল্যের রোলস রয়েছে।

জিমের ব্যাপারেও ভীষণ সচেতন প্রভাস। তার বাড়িতেই দেড় কোটি টাকার জিমের যন্ত্রপাতি রয়েছে। তবে এসব যন্ত্রপাতি অবশ্য প্রভাসকে কিনতে হয়নি। তার ‘বাহুবলি’ ছবির পরিচালক এস রাজামৌলি এসব যন্ত্রপাতি কিনে দিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১২ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর