thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

আগামী ২ দিন জাপানি মায়ের কাছে থাকবে শিশুরা : আপিল বিভাগ

২০২১ ডিসেম্বর ১২ ১৬:০৯:৪৫
আগামী ২ দিন জাপানি মায়ের কাছে থাকবে শিশুরা : আপিল বিভাগ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই শিশু কন্যাকে আগামী দুইদিন গুলশানে তার মায়ের বাসায় থাকার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আজ রবিবার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

দুই শিশু কন্যাকে নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ওই মায়ের করা আপিল শুনানি নিয়ে আপিল বিভাগ এই আদেশ দেন। আদেশ অনুযায়ী, আজ রবিবার রাত ১০টা থেকে মায়ের সঙ্গে থাকবে শিশু দুটি। পরবর্তী সময় ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় আপিল বিভাগে হাজির হতে বলেছেন আদালত।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১২ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর