thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দুই এএসআইকে কুপিয়ে মাদক মামলার আসামি ছিনিয়ে নিল স্বজনরা

২০২১ ডিসেম্বর ১৩ ১০:২৬:৩৬
দুই এএসআইকে কুপিয়ে মাদক মামলার আসামি ছিনিয়ে নিল স্বজনরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা। ঘটনা কিশোরগঞ্জের ভৈরবে। পুলিশসূত্রে জানা গেছে, ঘটনায় ভৈরব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম ও মো. করিম গুরুতর আহত হয়েছেন।

গতকাল রোববার রাত ৮টার দিকে ভৈরবের ঘোড়াকান্দা পলাশ সিনেমা হল রোড সংলগ্ন এলাকায় জজমিয়ার রিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসামি রাসেল ভৈরবপুর উত্তরপাড়ার তমিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি রাসেলকে শহরের ঘোড়াকান্দা এলাকা থেকে আটক করেন পুলিশের দুই এ এস আই মো. রেজাউল করিম ও আব্দুল করিম। তারা তাকে পাশের জজমিয়ার রিকশা গ্যারেজে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন। এসময় সানি ও মামুন নামের দুই মাদক ব্যবসায়ীর নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে অতর্কিতে পুলিশের ওপর হামলা চালায় এবং দা দিয়ে আঘাত করে দুই পুলিশকে আহত করে আসামি রাসেলকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানিয়েছেন, পলাতক আসামিসহ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৩ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর