thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৭ জমাদিউল আউয়াল 1446

২১ বছর পর মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ভারতের সুন্দরী

২০২১ ডিসেম্বর ১৩ ১৫:৪৯:২০
২১ বছর পর মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ভারতের সুন্দরী

দ্য রিপোর্ট ডেস্ক: দীর্ঘ ২১ বছর পর ইজরায়েলে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭০তম এডিশনে ভারতের মুখ উজ্জ্বল করল চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধু।

সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন হারনাজ।

হারনাজের মাথায় মুকুট পরিয়ে দিয়েছেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা।

মঞ্চে সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করলেন হারনাজ, হিরা খচিত মিস ইউনিভার্সের তাজ তার সৌন্দর্যকে যেনো আরও বাড়িয়ে দিয়েছে।

ভারত প্রথম মিস ইউনিভার্স মুকুট পেয়েছিল ১৯৯৪ সালে। সেবার বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন বাঙালি কন্যা সুস্মিতা সেন।

এরপর ২০০০ সালে মিস ইউনিভার্স খেতাব জেতেন লারা দত্ত। তারপর কেটে গেছে দীর্ঘ ২১ বছর। এবার ভারত পেল তার তৃতীয় মিস ইউনিভার্স হরনাজ সান্ধুকে।

২১ বছর বয়সী হারনাজের জন্ম পাঞ্জাবি পরিবারে। চন্ডীগড়ের মেয়ে পেশায় মডেল, ফিটনেস লাভার ও যোগ ব্যায়ামে পারদর্শী। এরইমধ্যে দুটি পাঞ্জাবী ছবিতে অভিনয় করেছেন তিনি।

২০১৭ সালে মিস চন্ডীগড় হয়েছিলেন হরনাজ। এরপর ২০১৮ সালে আবার এমার্জিং স্টার শিরোপা পেয়েছিলেন তিনি।

২০১৯ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরা বারো প্রতিযোগীর মধ্যে ছিলেন হরনাজ। এরপর ২০২১ সালের সেপ্টেম্বরে মিস ডিভা ইউনিভার্স ইন্ডিয়া খেতাব পান হরনাজ। এরপর মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৩ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর