thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঢাকায়  ডা. মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ

২০২১ ডিসেম্বর ১৩ ১৭:৪৪:০১
ঢাকায়  ডা. মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে ঢাকার একটি আদালেতে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা খারিজ করে দেওয়া হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলাটি খারিজের আদেশ দেন।

ফেসবুক লাইভে ' খালেদা জিয়া এবং তার নাতনি জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষা' ব্যবহার করার অভিযোগে মামলাটি করা হয়। এ মামলায় ভার্চুয়াল টকশো’র উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালকেও আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ডা. মুরাদ হাসানের প্রদেয় এবং মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ কর্তৃক ধারণকৃত সাক্ষাৎকারটি পরবর্তীতে মুরাদ হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার ও প্রকাশ করে জিয়া পরিবার তথা জিয়া পরিবারের কনিষ্ঠ সদস্য ব্যারিস্টার জাইমা রহমান এবং সর্বোপরি নারী সমাজের প্রতি অবমাননাকর, অপমানজনক এবং আইনত শাস্তিযোগ্য হওয়ায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৯/৩১/৩৫ ধারার অপরাধের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৩ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর