thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

৪০৯ চিকিৎসকের পদোন্নতি

২০১৩ নভেম্বর ১১ ২০:৫৪:০২
৪০৯ চিকিৎসকের পদোন্নতি

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে সহযোগী ও সহকারী অধ্যাপক পদে ৪০৯ চিকিৎসককে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে ৬৮ জন এবং জুনিয়র কনসালটেন্ট থেকে সহকারী অধ্যাপক পদে ৩৪১ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি প্রাপ্তদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সোমবার পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। তবে পদোন্নতি পাওয়া পদে চিকিৎসকরা অনেক দিন আগে থেকেই চলতি দায়িত্ব পালন করে আসছিলেন।

পদোন্নতির আদেশে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিবের বরাবরে লিখিত যোগদানপত্র অবিলম্বে তার প্রতিষ্ঠানের অধ্যক্ষ/পরিচালক ও অধ্যাপক/পরিচালক/সিভিল সার্জন/তত্ত্বাবধায়কের কাছে দাখিল করবেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা বর্তমান কর্মস্থলেই কর্মরত থাকবেন। পদোন্নতিপ্রাপ্ত যেসব কর্মকর্তা লিয়েন, শিক্ষা ছুটি, প্রেষণে রয়েছেন তারা ফিরে কর্মস্থলে যোগদানের পর এ পদোন্নতি কার্যকর হবে।

(দিরিপোর্ট২৪/আরএমএম/এনডিএস/নভেম্বর ১১,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর