thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সাবেক দুই প্রেমিক যেসব উপহার দিলেন ক্যাটরিনাকে

২০২১ ডিসেম্বর ১৪ ১৩:৪৪:৪৮
সাবেক দুই প্রেমিক যেসব উপহার দিলেন ক্যাটরিনাকে

দ্য রিপোর্ট ডেস্ক: ভিকি কৌশলের সঙ্গে বিয়ে হয়ে গেলেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়েই থাকলেন ক্যাটরিনা কাইফ। বিয়েতে অনেকের মতো উপহার দিয়েছেন ক্যাটরিনার সাবেক দুই প্রেমিক সালমান খান ও রণবীর কাপুর। তবে তাদের দেওয়া উপহার নাকি ভিকিকেও ছাপিয়ে গেছে!

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ জানায়, ক্যাটরিনাকে ভিকি আংটি উপহার দেয়; যার দাম ১ কোটি ৩০ লাখ কোটি টাকা। কিন্তু এ অভিনেত্রীর সাবেক দুই প্রেমিক যেসব উপহার দিয়েছেন তার কাছে নাকি এ আংটির দাম একেবারেই কম।

সালমান খান নতুন এ দম্পতিকে উপহার হিসেবে দিয়েছেন ৩ কোটি টাকা দামের গাড়ি। আর অপর প্রেমিক রণবীর দিয়েছেন ২ কোটি ৭০ লাখ কোটি টাকা দামের হিরের নেকলেস!

তবে ক্যাটরিনার অন্য অভিনেতা বন্ধুরাও উপহার দিয়েছেন। আলিয়া ভাট উপহার হিসেবে দিয়েছে লাখ টাকার সুগন্ধি! অনুশকা শর্মা দিয়েছেন ৬ লাখ ৪০ হাজার লাখ টাকা দামের হিরের কানের দুল। তাপসী পান্নু ভিকিকে দিয়েছেন ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি প্ল্যাটিনাম কবজিবন্ধ।

পিছিয়ে নেই হৃতিক রোশনও। তিনি দিয়েছেন ৩ লাখ টাকা দামের দ্বিচক্র যান। ঘর সাজাতে শাহরুখ খান দিয়েছেন দেড় লাখ টাকা দামের মূল্যবান পেন্টিং।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৪ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর