thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

এইচএসসি পরীক্ষার্থীদের বুধবার সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

২০২১ ডিসেম্বর ১৪ ১৭:২৪:০০
এইচএসসি পরীক্ষার্থীদের বুধবার সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফর ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য আগামীকাল (বুধবার) এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হতে অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, বুধবার ভারতের রাষ্ট্রপতি দেশে আসবেন। ওই দিন আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অতিথির নিরাপত্তার বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়া হয় বলেই কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

তিনি বলেন, এ অবস্থায় অনুরোধ করব, যারা পরীক্ষার্থী, তারা যেন হাতে সময় নিয়ে বের হন। কারো সমস্যা হলে তারা যেন জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করেন। প্রয়োজনে পুলিশ পরীক্ষা হলে পৌঁছে দিতে সহায়তা করবে।

মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর উদযাপনের অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে বুধবার সকালে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৪ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর