thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চট্টগ্রামে ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

২০২১ ডিসেম্বর ১৫ ১৮:৩০:২৭
চট্টগ্রামে ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামে চেক প্রতারণার অভিযোগে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি ও কিউ কম লিমিটেডের সিইও, চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করেছেন মো. ফারুক নামে এক ব্যবসায়ী।

আজ বুধবার মহানগর হাকিম সাদ্দাম হোসেনের আদালতে মামলাটি দায়ের করলে আদালত মামলা আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলায় আসামি করা হয়েছে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিসহ চারজন। এছাড়া কিউ কমের সিইও, চেয়ারম্যানসহ ৫ জনকে।

মামলার আরজিতে তিনি উল্লেখ করেন, ইভ্যালির বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে তিনি ৭ লাখ ৩০ হাজার টাকার পণ্যের অর্ডার দেন। কিন্তু দীর্ঘ সময়ে তার কাছে কোনও পণ্য সরবরাহ করা হয়নি। পরে ইভ্যালির অফিস থেকে চেক প্রদান দেয়া হলেও সেই চেক ব্যাংকে প্রত্যাখ্যাত হয়। একইভাবে পণ্য সরবারহের কথা বলে কিউ কম তার কাছ থেকে ৩ লাখ ৪২ হাজার টাকা নিলেও পণ্য সরবারহ করেনি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে মাত্র আড়াই বছরের মধ্যেই সরবরাহকারী কোম্পানি ও গ্রাহকদের কাছে ৫৪৩ কোটি টাকা দেনার দায়ে পড়ে ইভ্যালি। গত ১৬ই সেপ্টেম্বর বিকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একাধিক মামলা করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। তাদের একাধিকবার রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৫ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর