thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘আরআরআর’ এর ট্রেলারে বাজিমাত

২০২১ ডিসেম্বর ১৫ ১৮:৩৩:২৪
‘আরআরআর’ এর ট্রেলারে বাজিমাত

দ্য রিপোর্ট ডেস্ক: দক্ষিণ ভারতের অন্যতম ব্যবসা সফল সিনেমা বাহুবলী বানিয়ে বিশ্বজয় করেছেন নির্মাতা এস এস রাজামৌলি। সফল এই সিনেমার পর নতুন আরেকটি ধামাকা সিনেমা নিয়ে হাজির হলেন তিনি। সম্প্রতি তার নতুন সিনেমা 'আরআরআর' এর ট্রেলার প্রকাশ পেয়েছে। আর ট্রেলার দিয়েই হলো বাজিমাত।

বহুল আলোচিত এই সিনেমাটি একটি বিশাল বাজেটের সিনেমা। গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ) একাধিক ভাষায় ট্রেলার প্রকাশ করা হয়। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারটি দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে। এ পর্যন্ত ২৬ কোটি মানুষ দেখেছেন ট্রেলারটি। বাঘের সঙ্গে লড়াইয়ের দৃশ্যটি দেখে গায়ে কাঁটা দিতে বাধ্য।

ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় ব্রিটিশদের নির্যাতন তুলে ধরা হয়েছে, এবং অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে ভারতীয়দের তীব্র প্রতিবাদের চিত্রও। চিত্রায়ণ, গ্রাফিকস, ভিএফএক্স সব কিছুতেই চোখ ধাঁধানো অবস্থা। কারও কারও মতে বাহুবলীর রেকর্ড ভেঙে দিতে পারে এই সিনেমা।

অবশ্য মুক্তির আগেই বাহুবলীর রেকর্ড ভেঙে দিয়েছে 'আরআরআর' সিনেমার ট্রেলার। স্বত্ব বিক্রি করে ইতোমধ্যে আয় করেছে ৪০০ কোটি রুপি। বিশ্ব মাতাতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা। আগামী ৭ জানুয়ারি বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

এই সিনেমায় অভিনয় করেছেন জুনিয়র এন টি আর, রাম চরণ, অজয় দেবগন, আলিয়া ভাটের মতো সুপারস্টার'রা।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৫ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর