thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১,  ২৬ রবিউল আউয়াল 1446

বঙ্গোপসাগরে বিদেশি জাহাজে ডাকাতিকালে আটক ৪৩

২০২১ ডিসেম্বর ১৫ ১৮:৩৮:৪১
বঙ্গোপসাগরে বিদেশি জাহাজে ডাকাতিকালে আটক ৪৩

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামে এম ভি লাডিন্ডা নামের একটি বিদেশি জাহাজে ডাকাতিকালে ৪৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার দিনগত রাতে কক্সবাজার লাইট হাউজ থেকে ৩৭ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে জাহাজটিতে ডাকাতিকালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

কোস্ট গার্ডের পূর্ব জোনে এক প্রেস ব্রিফিংয়ে বুধবার দুপুরে জোনাল কমান্ডার কাজী শাহ আলম জানান, এএইচজেট নামে একটি শিপিং এজেন্টের মাধ্যমে সংবাদ আসে বঙ্গোপসাগরে বিদেশি একটি জাহাজে ডাকাতি হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি আভিযানিকদল ঘটনাস্থলে পৌঁছায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে দুটি বোট ও ডাকাতি হওয়া মালামালসহ তাদেরকে আটক করা হয়।

তিনি আরও বলেন, বিদেশ থেকে আসা জাহাজের কিছু অসাধু কর্মকর্তা এবং বাংলাদেশের একটি চক্রের যোগসাজশে এরা দীর্ঘদিন ধরে সাগরে ডাকাতি করে আসছে। চক্রের মূল হোতাদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মালামাল ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৫ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর