thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মার্কিন ভিসা বাতিল করার তথ্য সঠিক নয়: সাবেক সেনাপ্রধান আজিজ

২০২১ ডিসেম্বর ১৬ ০৬:৫৭:০২
মার্কিন ভিসা বাতিল করার তথ্য সঠিক নয়: সাবেক সেনাপ্রধান আজিজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: মার্কিন ভিসা বাতিল করার যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ।

বুধবার গণমধ্যমকে এ তথ্য জানান জেনারেল (অব.) আজিজ। তিনি বলেন, 'আমার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য সঠিক নয়। যুক্তরাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ মেইলে বা ডাকে এখনও আমাকে এ বিষয়ে কিছু জানায়নি।'

এটি স্বার্থান্বেষী মহলের বিশেষ উদ্দেশ্যে পরিচালিত গুজব বলে তিনি মনে করেন।

এর আগে সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করে এক চিঠির মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয়েছে।

আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন শেষে এ বছরের ২৪ জুন অবসরে যান। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৬ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর